মেধাবী ছেলেকে বাঁচাতে ভিক্ষায় নেমেছে পরিবার

লালমনিরহাট, দেশের খবর

নিয়াজ আহমেদ শিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-29 05:50:06

লেখাপড়ার খরচ যোগাতে বার্ষিক পরীক্ষা শেষে ঢাকার একটি হোটেল চাকরি নেয় অদম্য আকাশ আহমেদ বিপ্লব (১৪)। ঢাকায় চাকরি নিয়েও লেখাপড়া বন্ধ করে নি। কিন্তু হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হওয়া শুরু করলে লেখা পড়া বন্ধ হওয়ার উপক্রম। সে বুঝতেই পারেনি তার শরীরে মরণব্যাধি ক্যানসারে বাসা বেঁধেছে।

আকাশ আহমেদ বিপ্লব লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের রিকশা চালক আবেদ আলীর ছেলে। সে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ভূমিহীন বাবার রিকশা চালানো আয়ে তাদের চার সদস্যের সংসার টেনে টুনে চলে যেত। অর্থাভাবে প্রায় সময় পড়াশুনার বন্ধের উপক্রম হয় আকাশের। কিন্তু তবুও হাল ছাড়েনি। তার বাবা ঢাকায় রিকশা চালাত। ছোট ভাই ও মাকে নিয়ে বাড়িতে থাকত আকাশ। গেল বছর বার্ষিক পরীক্ষা শেষ করে বাড়তি আয়ের আশায় ঢাকায় বাবার কাছে গিয়ে একটি হোটেলে চাকরি নেয় সে। ইচ্ছে ছিল ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস কম তাই কিছু আয় করে পুনরায় বিদ্যালয়মুখী হবে। কিন্তু বিধি বাম। কাজের চাপে প্রায় অসুস্থতা অনুভব করে সে।

চিকিৎসকের শরণাপন্ন হলে ঔষধ সেবন করে কিছুটা সুস্থ হলেও পিছু ছাড়ত না অসুস্থতা। অবশেষে শরীরের পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের রক্তবিভাগের অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর চিকিৎসকরা তার বাবাকে জানান, আকাশের শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার তথা বোন মেরু রোগ। যার চিকিৎসা আমাদের দেশে নেই। সিঙ্গাপুর, ভারতের চেন্নাই বা ভেলরে নিতে হবে। অস্ত্রোপচার করে বোন মেরুর চিকিৎসা করাতে হবে। আর এর জন্য প্রয়োজন হবে প্রায় ৮/১০ লাখ টাকা।

চিকিৎসকদের এমন কথায় নির্বাক হয়ে পড়েন রিকশা চালক বাবা। সান্ত্বনা চিকিৎসাপত্রসহ অসুস্থ ছেলেকে নিয়ে বাড়ি ফিরেন রিকশা চালক আবেদ আলী। অর্থাভাবে দিন দিন মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছে আদরের সন্তান আকাশ। দৈনিক ঔষধ খরচ ৫০০-৬০০ টাকাসহ সংসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়েছে তার। চোখের সামনে মৃত্যুর দুয়ারে সন্তানকে এগিয়ে যেতে দেখে ছটফট করছেন রিকশা চালক আবেদ আলী। কিন্তু চোখের জল ছাড়া কোন সম্পদ নেই। যা বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবেন। ফুটফুটে সন্তান আকাশের মুখে পুনরায় হাসি ফুটাতে সমাজের বিত্তবানদের কাছে ভিক্ষা করছেন তিনি।

আবেদ আলী জানান, ছেলেকে বাঁচাতে ভিক্ষায় নেমেছেন। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সাহায্যের জন্য ০১৭২৫০৪২৪০৩ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে আকাশের পরিবার।

ওই গ্রামের স্কুল শিক্ষক মানিক চন্দ্র জানান, আকাশ মেধাবী ছাত্র। তার চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য চাওয়া হয়েছে। আকাশকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর