কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-09 16:53:55

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আজম খাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত হলেন- সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের আজম খাঁ বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মো.আবু তাহের (৩২) এবং একই বাড়ির মনির আহম্মদের ছেলে মো.মাইন উদ্দিন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া ও শিশির কুমার বিশ্বাসস এবং সহকারী উপরিদর্শক (এএসআই) মো.জসিম উদ্দিন ও জহির হোসেন অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের বসত ঘর থেকে একটি রামদা, একটি বল্লম ও একটি ক্যাটাপ্লাস উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর