'জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে বিজিবি'

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা ২৪.কম | 2023-08-31 01:59:55

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে বসবাসরত জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, তাদের সাহায্য সহযোগিতা নিয়েই এই দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বিজিবি জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে যে ঘটনা ঘটেছে সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতে যেন এ ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকাবাসী এবং বিজিবি উভয়কেই সতর্ক থাকতে হবে।’

মহাপরিচালক আরও বলেন, ‘বিজিবির তরফ থেকে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্তের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ বিজিবির কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর