সড়কে আঁকা হয়েছে একুশের আলপনা

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও , বার্তা ২৪.কম | 2023-08-30 07:52:26

কল্পনার জগতকে ফুটিয়ে তোলার আরেক নাম হচ্ছে আলপনা। বাঙালির সকল প্রাণের উৎসবে মিশে থাকে এই আলপনার রঙের ছোঁয়া। এমনি চিন্তা নিয়ে প্রতিবারের মতো এবারও একুশের চেতনাকে ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরতে সড়কে করা হয়েছে আলপনা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে রংয়ের তুলিতে আলপনা আঁকা কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম

এ সময় জেলা শিল্পকলার কালচারাল অফিসার জাকির হোসেন ইমন, চিত্রশিল্পী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খাদেমুল ইসলাম জাদুসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সমাজের সকল স্তরের মানুষেরা উপস্থিত ছিলেন।

আলপনা আঁকা কলেজ ছাত্র সৈয়দ নিশান তন্ময় বলেন, ‘প্রতিবারেই ২০শে ফেব্রুয়ারি আমরা এই আলপনা আঁকি। এটি আমাদের অনেক ভালো লাগে। যাদের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষা এবং লাল সূর্য পেয়েছি। আমার চাই সকলের মাঝেই এই একুশের চেতনাকে নিয়ে যেতে।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামন সেলিম বলেন, ‘বাঙালির সকল প্রাণের উৎসবেই মিশে থাকে আলপনার রং। আজ ঠাকুরগাঁও শহীদ মিনারের পাশে সড়কে লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণীল আলপনা আমাদের সব বয়সের মানুষকে একুশের চেতনায় উদীপ্ত করে। একুশ মানেই ভাষা শহীদদের হারানোর শোক। একই সাথে একুশ মানে মাতৃভাষাকে অর্জনের গৌরব। তাই এই দিনটিকে পালনের লক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর