দীর্ঘ ৪ যুগ ধরে কলা গাছেই শহীদদের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

আল মামুন, ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-08-24 08:52:49

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। এ দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। শ্রদ্ধাভরে বাঙালি জাতি স্মরণ করবে ভাষার জন্য জীবন দেওয়া এই দেশের বীর সন্তানদের।

সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও পালন হবে দিবসটি। তবে জেলার বিজয়নগরের হরষপুর ইউনিয়নের নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা শহীদ মিনারের অভাবে কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারে জানাবেন শ্রদ্ধা।

এ জন্য কলাগাছের শহীদ মিনার নির্মাণ করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মনিরুল ইসলাম, সাবিক আল হাসান সাদ, রবিউল ইসলাম তুহিন, সামস, জুনায়েদ, নাদিয়া আফরিন রিয়া, আকাইদ, সাদিয়া শহীদ মিনার তৈরি করছে। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীরা কলা গাছেই শ্রদ্ধা জানাচ্ছে।

নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জুনাঈদ বলে, ‘আমাদের স্কুলে শহীদ মিনার নেই। তাই প্রতি বছরই আমাদের স্কুলে কলা গাছ দিয়ে শহীদ মিনার বানানো হয়। আর আমরা সেটিতে শ্রদ্ধা জানাই।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৩ সালে। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪০০ জন। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ  চার যুগ ধরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শিক্ষার্থীরা। এই কাজে শিক্ষার্থীদের সহযোগিতা করেন শিক্ষকরাও।

তিনি বলেন, ‘রাত পোহালেই শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ দায়িত্বে ফুল নিয়ে এসে কলা গাছে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাই। তাই এই ব্যবস্থা করে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদ মিনার নেই তবুও আমরা সব ধরনের অনুষ্ঠানও করি। প্রভাত ফেরি, আলোচনা সভাসহ সব ধরনের অনুষ্ঠান হয় স্কুলে।’

আবু হানিফ বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যাতে অন্তত ছোট করে হলেও একটি শহীদ মিনার করে দেয়।’

এ সম্পর্কিত আরও খবর