শিশুটির চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। মা-বাবা কোলে ফিরে সকল কষ্ট যেন নিমিষেই ভুলে গেছে। আর ছয় বছরের এই শিশুটিকে অপহরণের ছয় দিন পর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
ঢাকার কামরাঙ্গীর চর থেকে অপহরণের ৫ দিন পর পটুয়াখালীর কলাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীকেও আটক করা হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাবের একটি দল কলাপাড়া পৌর শহরে এ অভিযান চালায়। রাতে সাংবাদিকদের সামনে অপহৃত শিশু ও অপহরণকারীকে হাজির করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গত ১৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার কামরাঙ্গীর চর থানা থেকে মো. আব্দুল সাত্তার হাওলাদারের শিশু কন্যা লামিয়া আক্তার বৃষ্টি নিখোঁজ হয়।
১৮ ফেব্রুয়ারি অপরিচিত একটি নাম্বার থেকে বৃষ্টির বাবার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকাসহ লামিয়ার বাবাকে পটুয়াখালী আসতে বলে। বিষয়টি র্যাবকে জানানো হয়। পরে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারী মোছা. ফিরোজা বেগম (৩৬) নামে এক নারীকে আটক করে।