উঠানে শহীদ মিনার বানিয়ে শিশুদের শ্রদ্ধা

টাঙ্গাইল, দেশের খবর

অভিজিৎ ঘোষ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-23 15:25:30

কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা।

শিশুরা জানায়, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরে ভাষা শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানায় তারা। গ্রামাঞ্চলে স্থায়ী কোনো শহীদ মিনার নেই। তাই এভাবেই কলা গাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিয়ে প্রতিবছর শ্রদ্ধা নিবেদন করে তারা। অনেক শিশু টিফিনের টাকা দিয়ে ফুল কিনে তা দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়।

সরেজমিনে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা, ধরেরবাড়ী, দুরিয়াবাড়ি, বানিয়াবাড়ী, কোনবাড়ী, চিলাবাড়ি, এনায়েতপুর, সন্তোষ বালুচরাসহ প্রত্যন্ত চরাঞ্চলে বাড়ির উঠানে শহীদ মিনার বানিয়ে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। কয়েকটি জায়গায় আবার ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে খাবারের আয়োজনও করেছে শিশুরা।

কাগমারা গ্রামের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাত হোসেন বলে, ‘ভাষা আন্দোলনের বিষয়ে বই পড়ে ইতিহাস জেনেছি। আমরা কয়েক বছর যাবৎ টিফিনের টাকা দিয়ে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করি।’

একই এলাকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইয়াছিন বলে, ‘ভাষা শহীদদের সম্মানে এলাকার কয়েকজন বন্ধু মিলে একটি শহীদ মিনার বানিয়েছি। আজ সকালে সেই শহীদ মিনারে সকলে মিলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

৪র্থ শ্রেণির মো. মুন্না বলে, ‘আমরা গতকাল (বুধবার) বাড়ির উঠানে শহীদ মিনার বানিয়েছি। কেউ যেন কলা গাছের শহীদ মিনার ভেঙে না ফেলে সেই জন্য রাত জেগে পাহারা দিয়েছি। প্রতি বছর ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আমাদের খুব ভালো লাগে। তাই একটু কষ্ট হলেও এই আয়োজন আমরা করে থাকি।’

এ সম্পর্কিত আরও খবর