চকবাজারে নিহতদের ১৫ জনই নোয়াখালীর

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-17 03:04:41

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে ১৫ জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। এই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

চকবাজারের বাসিন্দা সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. মিলন। বার্তা২৪.কমকে তিনি বলেন, ঘটনার সময় নিহতরা সবাই ভবনগুলোতে ছিল। আগুন লাগার পর তারা বের হতে পারেননি। নিহত ১৫ জনের মধ্যে ছয় জনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন- সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপির মির্জানগর গ্রামের মমিন উল্যাহর ছেলে শাহাদাত হোসেন হিরা, গাউছ মিয়ার ছেলে নাছির উদ্দিন, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, ঘোষকামতা গ্রামের সহোদর ভাই সাহাব উদ্দিনের ছেলে মাসুদ রানা ও রাজু ও বারগাঁও ইউপির কৃষ্মপুর গ্রামের আনোয়ার হোসেন।

অন্য মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

নাটেশ্বর ইউপির বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারম্যান কবির হোসেন খোকন।

এ সম্পর্কিত আরও খবর