ভাষা শহীদদের স্মরণে লাখো দীপশিখা প্রজ্বলন

নড়াইল, দেশের খবর

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-24 21:03:20

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানকে সামনে রেখে লাখো দীপশিখা প্রজ্বলনের মধ্য দিয়ে নড়াইলবাসী স্মরণ করল ৫২’র ভাষা শহীদদের।

প্রতিবছরের মতো এ বছর বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। নড়াইল একুশের আলোর আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক রিজিয়া খানম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ কয়েক হাজার দর্শক।

হাজারো দর্শকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ মাঠটি। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠে আনন্দে। ঢাকা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, রাজবাড়ি, সাতক্ষীরা, খুলনা, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শকরা নয়নাভিরাম এ দৃশ্য দেখে মুগ্ধ হয়।

মাগুরা থেকে আগত ফরহাদ হোসেন বলেন, ‘যেখানে থাকি না কেন প্রতিবছরের ২১ ফেব্রুয়ারি বিকেলে নড়াইলে চলে আসি দীপশিখা প্রজ্বলন দেখার জন্য।’

সাতক্ষীরা থেকে আগত আহমেদ মেহেদী বলেন, ‘নড়াইলের একুশে ফেব্রুয়ারির দীপশিখা প্রজ্বলন একটি সুন্দর অনুষ্ঠান। যা না দেখলে বোঝা যাবে না।’

আয়োজক দীপশিখা প্রজ্বলন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান বলেন, ‘প্রতিবছরের ২১ ফেব্রুয়ারি ‘২১ উদযাপন পর্ষদের’ আয়োজনে আমরা এ অনুষ্ঠানটি করে আসছি। নড়াইলের সর্বস্তরের মানুষ আমাদের সার্বিক সহযোগিতা করে থাকে।’

এ সম্পর্কিত আরও খবর