বিনা টিকিটে রেল ভ্রমণ, ৫৬৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:20:35

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬৫ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে চারটি আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার শহিদুল হক খন্দকারের নির্দেশে এ বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়। এ সময় আন্তনগর লালমনি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৬৫ জন যাত্রীর কাছ থেকে ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযানে লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী, অতিরিক্ত পরিবহন কর্মকর্তা (এডিটিএস) সাজ্জাদ হোসেন, ট্রাফিক পরিদর্শক মনোয়ার হোসেন ও এআরআই টিটি শামছুজ্জামান নেতৃত্ব দেন।

আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর