রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে আগুনে কত টাকার ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত না করে বলা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় আগুন লাগলে তা বেলা ৯ টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো: বিল্লাল হোসেন খলিফা।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো নারায়ন চন্দ্র দত্তের ইলেকট্রনিকের দোকান, মেধা স্টোরের খেলাঘর, সোহানা কসমেটিকস ও রিয়াজ স্টোর।
রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো: বিল্লাল হোসেন খলিফা বার্তা২৪.কম-কে জানান, সকাল ৭ টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিয়াজ স্টোর থেকে
আগুনের সূত্রপাত ঘটে।
তবে কিভাবে আগুন লাগলো এবং কত টাকার ক্ষতি হয়েছে এটা তদন্ত না করে কিছু বলা যাবে না। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।