পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জগ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের দুইটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের কাঠপট্টি ও আখরাবাড়ি এলাকার নির্বাচনী অফিসে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
জগ প্রতীকের ৩ নং ওয়ার্ড এর অফিস পরিচালক খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই শিমুলবাগ এলাকার আব্দুল হক, হাবিব, রিপন সহ ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ জগ প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং পোস্টার ব্যানার ছিড়ে ফেলেন। এর পর পরই কাঠপট্টি এলাকায় মুকুল সিনেমা হলের সামনের অফিস ভাঙচুর করা হয়।
মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদ বলেন, 'এ ঘটনায় রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবো।'
আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।