সাদুল্লাপুরে রাস্তা কেটে বন্ধ করে দেওয়ার অভিযোগ, চলাচলে দুর্ভোগ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-29 15:44:07

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনী গ্রামের আজগর আলী ও তার পরিবার সদস্যদের আক্রোশের শিকার এলাকার শতাধিক মানুষ। অভিযোগ আছে, ওই পরিবার যাতায়াতের রাস্তার একটি অংশ কেটে বন্ধ করে দিয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা।

এদিকে ওই রাস্তা কাটায় বাধা দেওয়া ও থানায় অভিযোগ করায় বিবাদী আজগর আলীগংরা ক্ষিপ্ত হয়ে বাদি পরিবারকে হুমকি দিচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদি পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা অভিযোগের বিবরণী থেকে জানা গেছে, উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনী গ্রামের মৃত এনছার আলীর ছেলে আজগর আলী ও আলম মিয়ার বাড়ি ঘেষে উত্তর দিকের মধ্যহাটবামুনী গ্রামের মানুষের যাতায়াতের জন্য প্রায় ৭ ফিট প্রস্থের একটি কাঁচা রাস্তা ছিল। এ রাস্তা দিয়ে উভয় এলাকার মানুষ প্রায় ৮৫ বছর ধরে চলাচল করে আসছেন। সম্প্রতি মধ্যহাটবামুনী এলাকার মানুষের সঙ্গে সামাজিক বিরোধের জেরে রাস্তাটির একটি অংশ দখল করে নেয় আজগর আলীগংদের পরিবার। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে আজগর আলী ও তার লোকজন নিয়ে ওই রাস্তাটির প্রস্থে প্রায় ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট কেটে নেয়। এরপর বাঁশ ও গাছ দিয়ে ঘিরা দেয়।

ঘটনার পর মধ্যহাটবামুনী গ্রামের মৃত মোজাহার আলী আকন্দের ছেলে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ওসমান গণি আকন্দ ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করার বিষয়ে জানতে চান। এসময় আজগর আলীর লোকজন তাকে (ওসমান গনি) খারাপ ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে শুক্রবার বিকেলে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ওসমান গনি আকন্দ।

এই এলাকার পথচারী আব্দুর রহিম মিয়া ও আবুজার রহমান বার্তা২৪.কম’কে বলেন, ‘রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো যানবাহন নিয়ে যাওয়া যাচ্ছে না। রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলতে হয়।’

বিবাদি আজগর আলী বার্তা২৪.কম’কে বলেন, ‘রাস্তার অর্ধেক আমাদের জমির মধ্যে পড়েছে। তাই আমাদের জায়গা কেটে বন্ধ করে দেওয়া হয়েছে।’

কামারপাড়া ইউপি সদস্য গোলাম মোস্তফা মণ্ডল বলেন, ‘রাস্তাটি অনকে পুরাতন। এলাকার লোকজন দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচল করে আসছে। রাস্তাটিতে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।’

ইউপি চেয়ারম্যান ছামছুল আলম বার্তা২৪.কম’কে বলেন, ‘রাস্তাটি কেটে ঘিরে দেওয়ার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বার্তা২৪.কম’কে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, যা তদন্তাধীন আছে।’

এ সম্পর্কিত আরও খবর