উপজেলা নির্বাচন: চাঁদপুরে প্রার্থী মনোনয়নে আ.লীগের চমক

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-27 07:59:18

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। ওই নির্বাচনে চাঁদপুরের হাইমচর উপজেলা ছাড়া ৭টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আসন্ন এই নির্বাচনে চমক হিসেবে ৭টির মধ্যে ৬টিতেই নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।

জানা গেছে, জেলার কচুয়া উপজেলায় শুধু বর্তমান চেয়ারম্যানকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে মনোনয়ন পাওয়া নতুন প্রার্থীরা উপজেলা পরিষদে প্রার্থী হিসেবে নতুন হলেও দলীয় রাজনীতিতে পুরাতন।

শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চাঁদপুরের ৭ উপজেলাসহ দেশের ১২৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে। দল মনোনীত এসব প্রার্থীকে আজ (রোববার) মনোনয়নের চিঠি দেওয়া হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, চাঁদপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী।

প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এ সম্পর্কিত আরও খবর