সাংবাদিক সাবুসহ সম্মাননা পেলেন ১০ গুণী ব্যক্তি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-09-01 04:20:40

শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবুসহ দশ গুণীজনকে জেলা বাংলা একাডেমি ২০১৮-১৯ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা জেলা বাংলা একাডেমির আয়োজনে ‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি সম্মাননা প্রাপ্তদের হাতে শিল্পকলা পদক, সনদ, ও অর্থের চেক তুলে দেন।

এ সময় মাহাবুব আরা বেগম গিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে গাইবান্ধার সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা প্রশংসনীয়। তারা কর্মে ও চেতনায় পরীক্ষিত।’

আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবহিকতা রক্ষায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, একাডেমির নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতার, খাজা সুজন ও মাহমুদ সাগর মহব্বত প্রমুখ।

বাংলা একাডেমির ২০১৮ সম্মাননা পান- সাংবাদিক আবু জাফর সাবু, নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংগঠক হিসেবে অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু সম্মাননা পান।

আপরদিকে ২০১৯ সম্মাননা পান- নৃত্যকলার গোপাল প্রসাদ, চলচ্চিত্রকার এম সাখাওয়াত হোসেন, সঙ্গীত শিল্পী জাফরিন আলম, নাট্যভিনেতা আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে বাবুলাল চৌধুরী। এসব গুণীজনদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাংবাদিক আরিফুল ইসলাম বাবু ও রিকতু প্রসাদ।

এ সম্পর্কিত আরও খবর