জমে উঠেছে পদ্মলোচন ঠাকুরের ‘গ্রামীণ মেলা’

রাজবাড়ী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা২৪.কম | 2023-08-28 14:56:37

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে ১০ দিনব্যাপী গঙ্গাস্নান ও গ্রামীণ মেলা জমে উঠেছে। শ্রী শ্রী পদ্মলোচন ঠাকুরের ২৮৫তম তিরোধান তিথি উপলক্ষ্যে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় মেলায় সব বয়সী মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মেলায় উপচে পড়া ভিড় থাকে।

মেলা উপলক্ষে আয়োজকরা ১০ দিনব্যাপী গীতাপাঠ, মহানাম সংকীর্তনের পাশাপাশি নগর কীর্তনের আয়োজন করেছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন শিশুতোষমূলক খেলাধুলার আয়োজন রাখা হয়েছে মেলায়। মেলায় বিশেষ করে গ্রামীণ নারীদের গৃহস্থলী কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্যসামগ্রী ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।

মেলার আয়োজক কমিটির সদস্য দেবাশীষ বিশ্বাস বার্তা২৪.কম’কে বলেন, ‘প্রতি বছরই এখানে ১০ দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এবছর মেলা শেষ হবে আগামী ২ মার্চ। এই মেলা এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিমসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা এই মেলা উপভোগ করেন। মেলাটি সামাজিক-সংস্কৃতি অঙ্গনে আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়।’

মেলায় আসা ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাসিন্দা শামিমা আক্তার বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা প্রতি বছরই সন্তানদের নিয়ে এ মেলায় আসি। তারা মেলায় নাগরদোলায় চড়তে এবং মিষ্টি খেতে খুব পছন্দ করে।’

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বার্তা২৪.কম’কে বলেন, ‘প্রতি বছরই আয়োজকরা প্রশাসনের অনুমতি নিয়ে মেলার আয়োজন করে। আমরাও সবসময় মেলার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি।’

এ সম্পর্কিত আরও খবর