বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ২ হাজার পর্যটক

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-25 03:55:44

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে দুই হাজার দেশি-বিদেশি পর্যটক আটকা পড়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কোন জাহাজ সেন্টমার্টিন যেতে পারেনি। ফলে ভ্রমণে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েছেন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফ ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, 'বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ছেড়ে যাওয়া সব পর্যটকবাহি জাহাজ ফিরে এসেছে। যার কারণে সেন্টমার্টিন থেকে ফিরতে পারেনি অনেক পর্যটক।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, 'সকালে পর্যটকবাহী সাতটি জাহাজ সেন্টমার্টিনে রওনা করে। বৈরী আবহাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে নাফ নদীর মাঝপথ থেকে জাহাজগুলো ঘাটে নিয়ে আসা হয়। তবে দ্বীপে বেড়াতে গিয়ে দুই হাজারের মতো পর্যটক আটকা পড়েছে। এ সব পর্যটক যাতে নিরাপদ ও হয়রানির শিকার না হয় সে বিষয়ে তদারকি করা হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর