মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্রলীগের সমাবেশ

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম | 2023-08-25 23:46:36

মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজ চত্বরে শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ছাত্রলীগের এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রলীগের এই উদ্যোগ বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করবে জেলা পুলিশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারীকে মাদকমুক্ত করা সম্ভব।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, নীলফামারী জেলার ছাত্র সমাজকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে ছাত্রলীগের এই আয়োজন। এটি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে।

এ সম্পর্কিত আরও খবর