ঝিনাইদহে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-24 21:44:06

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভার ১৯টি কেন্দ্রে ৩৮ হাজার ৫৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।

নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই ওই মেয়র পদটি শূন্য হয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর