গাইবান্ধায় নৌকার বিরুদ্ধে ১০ বিদ্রোহী!

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-24 22:32:45

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধায় ৬ উপজেলার মধ্যে ৫ উপজেলায় নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে এ তথ্য জানা গেছে।

সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন- উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা ও জেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতিয়ার।

গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন আব্দুল লতিফ প্রধান। তবে তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস আলম রাজু, স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসান ফাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি ও উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ চৌধুরী।

সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন এসএম শামসিল আরেফিন। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন- জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির।

ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ ও বেলাল হোসেন ইউসুফ।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহবুবুর আলম বার্তা২৪.কম’কে বলেন, ‘জেলার ৬টি উপজেলার মধ্যে গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পিয়ারুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলায় একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ভোটের মাঠে রয়েছেন। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

এ সম্পর্কিত আরও খবর