মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-19 17:25:50

ঝিনাইদহে পৃথক মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম এবং দ্বিতীয় আদালতের বিচারক গোলাম আজম এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের এপ্রিল মাসের ৫ তারিখে জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ শাহাদৎ হোসেন ও জয়নাল আবেদিনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা হয়। আজ ওই মামলার শুনানি শেষে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এছাড়া ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে কালীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মিজানুর রহমানের বাড়ি থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আজ এই মাদক মামলার শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

অন্যদিকে ২০১৩ সালে মহেশপুর উপজেলা থেকে ৩৮০ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে আটক করা হয়। পরে দীর্ঘ শুনানি শেষে আজ ৩ জনকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর