টানা ঝড়-বৃষ্টি, গম-ভুট্টা-মসুর-আম-লিচুর ক্ষতি

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম | 2023-08-30 07:05:08

একটানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভাঙতে বসেছে। গত সোমবার থেকে ঝড়-বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে তারা।

ভারি বর্ষণে চুয়াডাঙ্গা জেলার নিচু জমিতে পানি জমে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে গম, ভুট্টা, মসুরের। এছাড়া বৃষ্টির কারণে পেঁপে, লিচু ও আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকরা জানায়, গত সোমবার রাত থেকে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত থেমে থেমে ঝড়ের পাশাপাশি ভারি বৃষ্টি হয়। ঝড় ও বৃষ্টির প্রভাবে ভুট্টা, গম, মসুর গাছ নুয়ে পড়েছে। ফলে নুয়ে পড়া গাছে আর দানা হবে না।

চুয়াডাঙ্গার বেলগাছী গ্রামের কৃষক আবু কাইসার জানান, গত কয়েক দিন থেকে বৃষ্টি কারণে ক্ষেতের ভুট্টা ও গম মাটিতে নুয়ে পড়েছে।

একই গ্রামের লিচু বাগানের মালিক পারভেজ জানান, ঝড়ে তার বাগানের লিচুর অনেক ক্ষতি হয়েছে। অনেক আম গাছ থেকে মুকুলের ডগাও ভেঙে গেছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাইম আল সাকিব বার্তা২৪.কমকে জানান, চুয়াডাঙ্গা নিচু এলাকা হওয়ায় জমিতে বৃষ্টির পানি জমেছে। এতে ফসলের ক্ষতি হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর