মেহেরপুরে আ.লীগের দুই চেয়ারম্যান প্রার্থী বিজয়ের পথে

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম | 2023-08-31 13:24:31

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। সদর উপজেলায় দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে মুজিবনগর উপজেলায় একমাত্র প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। বিজয়ী প্রার্থী দু’জনই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এরা হলেন- সদরে অ্যাড. ইয়ারুল ইসলাম ও মুজিবনগরে জিয়া উদ্দীন বিশ্বাস।

বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) জেলার তিনটি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়্যারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে গেল ২৬ ফেব্রুয়ারি মেহেরপুর জেলার ৩টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়। এতে বিএনপির কোন প্রার্থী অংশ না নিলেও আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের জাসদের প্রার্থীরা অংশ গ্রহণ করেন।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড ইয়ারুল ইসলাম ও জাসদ প্রার্থী নুরু উছ সাফা প্লাবন মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাসদ প্রার্থী। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম বিজয়ী হতে যাচ্ছেন। এখন শুধু নির্বাচনের দিনের অপেক্ষা।

তবে ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম, নিশান সাবের, মতিয়ার রহমান, শহীদুজ্জামান সুইট, রাশেদুজ্জামান রাশেদ লতিফ, মাসুদ  রানা, আব্দুল মালেক, আব্দুল হান্নান, আনারুল ইসলাম প্রার্থী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- লতিফন নেছা, শাহজাদী, রোকসানা কামাল ও সামসুন্নাহার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাংনী উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আ.লীগ প্রার্থী এমএ খালেক, ওয়ার্কার্স পার্টি প্রার্থী কমরেড আব্দুল মাবুদ, স্বতন্ত্র প্রার্থী মজিরুল ইসলাম, নুরজাহান বেগম, একেএম শফিকুল আলম, ওয়াসিম সাজ্জাদ লিখন, মোকলেছুর রহমান, জাহাঙ্গীর আলম বাদশা, গোলাম মহাম্মদ মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে- আবুল কালাম, দেলোয়ার হোসেন মিঠু, রাশেদুল হক জুয়েল, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম শাহ ও আবুল বাসার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, ফারহানা ইয়াসমিন ও ওয়ার্কার্স পার্টির রেক্সোনা খাতুন।

মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের জিয়া উদ্দীন বিশ্বাস। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পথে। এ পদে আর কেউ মনোননয়নপত্র দাখিল করেননি।

ভাইস চেয়ারম্যান পদে- রোকনুজ্জামান রোককন, রফিকুল ইসলাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আলীমুজ্জামান কাজল ও বিএম জাহিদ হাসান রাজিব।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- তকলিমা খাতুন, নাজমা আক্তার ও আফরোজা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদৎ হোসেন বলেন, যাচাই বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ২৪ মার্চ। 

 

এ সম্পর্কিত আরও খবর