গাইবান্ধায় বিদ্যুতের ঝুলন্ত তার মানুষের মরণফাঁদ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-31 05:23:22

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের এমপি পাড়াস্থ এলাকার বিদ্যুতের ঝুলন্ত তারগুলো এখন মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসের কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে তারগুলো ঝুলে আছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, ওই স্থানের বিদ্যুতের খুঁটির পরিবর্তে নারিকেল গাছে বেঁধে দেওয়া হয়েছে তারগুলো। এর ফলে প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে।

গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল আরাফাত রাব্বি বার্তা২৪.কমকে বলেন, ‘গত কয়েক দিন ধরে মেইন লাইনের তারগুলো ঝুলে আছে। এ কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এ লাইনটি সংস্কার করা দরকার।’

পিডিবি’র গোবিন্দগঞ্জ স্টেশনের আবাসিক প্রকৌশলী বার্তা২৪.কমকে বলেন, ‘ঝড় বাদলের কারণে মেইন লাইনের তারগুলো ঝুলে যেতে পারে। তারগুলো স্বাভাকি রাখতে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর