উপজেলা নির্বাচন: হবিগঞ্জে আ.লীগের গলার কাঁটা বিদ্রোহীরা

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-28 19:04:41

হবিগঞ্জে ৯টির মধ্যে ৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে আগামী ১০ মার্চ। এই ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলীয় বিদ্রোহী প্রার্থীরা। ফলে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির আশঙ্কা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ৪ উপজেলায় বিএনপির ৪ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম (নৌকা)। তবে এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম (আনারস) এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম চৌধুরী (নৌকা)। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।

আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুর্তজা হাসান। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আতর আলী মিয়ার ছেলে উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া (আনারস)।

নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী (নৌকা)। বিদ্রোহী প্রার্থী হচ্ছেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। যদিও নিজেকে তিনি আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে প্রচার করছেন।

লাখাই উপজেলায় আওয়ামী লীগের দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ (নৌকা)। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম (মোটরসাইকেল) ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদ (আনারস)।

চুনারুঘাট উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর (নৌকা)। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহের (আনারস)।

মাধবপুর উপজেলায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য এহতেশামুল বার চৌধুরী লিপু।

বাহুবল উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই (নৌকা)। তবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী।

এদিকে বিএনপির যে ৪ নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আজমিরীগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রহমান ঝলক (মোটরসাইকেল), চুনারুঘাটে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন ঘোড়া), মাধবপুরে উপজেলায় জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান (ঘোড়া), বানিয়াচঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন (ঘোড়া)।

এ সম্পর্কিত আরও খবর