নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: কবিতা খানম

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-11 06:57:55

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে।’

শনিবার (২ মার্চ) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে নাহিপতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কবিতা খানম বলেন, ‘নির্বাচনের জন্য নির্ধারিত ১৮ মার্চ যেন একটি সফল তারিখ হিসেবে চিহ্নিত হয়। কোনোভাবেই ব্যর্থ হিসেবে পর্যবসিত হতে দেওয়া যাবে না। অনিয়ম হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন খেয়ানত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। যদি কোনো ভোটগ্রহণ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে ফুলছড়ি উপজেলার ৪৬টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ মোট ৯৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেন।

এ সম্পর্কিত আরও খবর