ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-12 18:25:49

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' লালু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) মধ্যরাত দেড়টার দিকে নগরীর কালিবাড়ী পুরাতন গুদারাঘাট বালুরচরে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বার্তা২৪.কমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এ সময় তাদের আটক করার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ও ইটপাটকেল মারতে থাকে। এতে মতিউল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুইজন কনষ্টেবল আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও ১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাতটি মাদকের মামলাসহ আটটিরও বেশি মামলা রয়েছে বলে জানান ডিবির ওসি।

এ সম্পর্কিত আরও খবর