দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আরও একজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (০৩ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বগুড়া জেলা মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়।
চিঠিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। বিউটি বেগম শিবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
তিনি আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তার প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি ছাত্রদলের চার জন নেতার নামে থানায় মামলা করেছেন।
দল থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় বিউটি বেগম বার্তা২৪.কম-কে বলেন, 'স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দল বহিষ্কার করবে এটাই স্বাভাবিক। নির্বাচিত হলে বিএনপি আবার ফুলের মালা দিয়ে বিউটিকে দলে টেনে নিবে।'