চুরি ঠেকাতে এক দোকানে ১৬ তালা!

চাঁদপুর, দেশের খবর

মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর | 2023-08-27 02:26:18

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ঘটেছে অহরহ চুরির ঘটনা। চুরি ঠেকাতে দোকানীরা দিচ্ছেন অতিরিক্ত তালা। এক দোকানে দেখা গেছে ১৬টি তালা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছেংগারচর বাজারের দর্জি মার্কেটে অগ্রণী ব্যাংকের নিচে আনন্দ জুয়েলার্সে নামের দোকানে ১৬টি তালা দেওয়া হয়েছে।

দোকানের মালিক লিটন বর্মন বার্তা২৪.কমকে বলেন, বাজারে একের পর এক চুরির ঘটনা হচ্ছে। আমরা ভয়ে আছি। তা ছাড়া বাজারে নাইট গার্ডের ব্যবস্থাও নেই। তাই অতিরিক্ত তালা ঝুলানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি হাজী মনির হোসেন বেপারী ও সাধারণ সম্পাক নাছির ফরাজী বলেন, ‘আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছি, এখনও দায়িত্ব পাইনি। দায়িত্ব পাওয়ার পর চুরিরোধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি রাতেও জুয়েল ইলেকট্রনিক্স, রুমা স্টোর, মেসার্স ফারুক এন্টারপ্রাইজ ও হাবিব টেলিকমে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। মাত্র ১শ’ গজের মধ্যে থানা থাকলেও কোনোক্রমেই ঠেকানো যাচ্ছে না চুরি।

এ সম্পর্কিত আরও খবর