বহিষ্কার আতঙ্কে বগুড়া বিএনপির নেতা-কর্মীরা

বগুড়া, দেশের খবর

গনেশ দাস, স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া | 2023-08-18 07:21:29

বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের মাঝে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে। রোববার (৩ মার্চ) রাতে আরও ২৭ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে ৩০ নেতা-কর্মী দল থেকে বহিষ্কৃত হলেন।

দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া এবং সেসব প্রার্থীদের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ার কারণে এসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।

রোববার (৩ মার্চ) রাতে একসঙ্গে ২৭ জন নেতা-কর্মীকে বহিষ্কারের খবর জানাজানি হলে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বহিষ্কৃত নেতাদের পেছন থেকে সরে আসতে শুরু করেন। তাদের মধ্যে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে বলে বার্তা ২৪.কমকে ইউনিয়ন বিএনপির কয়েক নেতা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দীর্ঘদিন বিএনপি করে অনেক হামলা-মামলার ঘানি টানতে হচ্ছে। এখন দলের সিদ্ধান্তের বাইরে গেলে বহিষ্কার হতে হবে। এর ফলে নতুন করে রাজনৈতিক বিপদে পড়তে হবে।

নিষেধ সত্ত্বেও উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে দল ব্যবস্থা নেওয়া শুরু করে। সর্বশেষ শনিবার জেলা বিএনপি জরুরি সভা ডেকে তৃণমূল নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি ও সর্তক করে দেয় উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পক্ষে কাজ করার বিষয়ে। ওই সভায় তালিকাও তৈরি করা হয়। এরপর থেকেই কর্মী সঙ্কটে পড়েন দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া নেতারা। রোববার পর্যন্ত এসব প্রার্থীদের পক্ষে অনেকেই প্রচারণায় নামতে পারেননি। কর্মী না থাকায় তারা গণসংযোগও করতে পারছেন না।

শিবগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মহিলা দলের সভানেত্রীর পদ থেকে বহিষ্কৃত বিউটি বেগম বার্তা২৪.কমকে বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। জনগণ আমার সঙ্গে আছে, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারাই প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা চালিয়ে ভাংচুর করছে।

সদর উপজেলা বিএনপি সভাপতির পদ থেকে বহিষ্কৃত নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দলের সিদ্ধান্ত অমান্য করে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতারা আমার সাথে প্রকাশ্যে না থাকলেও গোপনে কাজ করছেন। নির্বাচনী প্রচারণা শুরু করেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পোস্টারিং করা হয়েছে; কৌশলগত কারণে গণসংযোগ দেরিতে শুরু করা হবে।

এ দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, রোববার রাতে বার্তা২৪.কমকে জানান, দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বগুড়া জেলার আরও ২৭ জন নেতা-কর্মীকে তাদের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, জেলা বিএনপির সদস্য আলহাজ টিপু সুলতান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা উপজেলা মহিলা দলের সভাপতি রঞ্জনা খান, সাংগঠনিক সম্পাদক নয়নতারা, শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রাফি পান্না, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, কাহালু উপজেলা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দিন, কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ আরজু কবিতা, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম গফুর, শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সহ-শিশু বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জুলেখা বেগম, কোহিনুর বেগম, বিএনপি নেত্রী এ্যাড. রহিমা খাতুন মেরি, জেলা ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেরুল আলম মিশু, বিএনপির সদস্য আনোয়ার এহসানুল বাশার জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জেরীন রনি, গাবতলী উপজেলা মহিলা দলের সদস্য তাহমিনা আকতার রুমা ও গাবতলী উপজেলা বিএনপি সদস্য শ্যামল সরকার।

এ সম্পর্কিত আরও খবর