সুন্দরবনে অস্ত্রসহ ৩ হরিণ শিকারি আটক

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-30 18:17:29

বাগেরহাটের সুন্দরবনে নৌকাসহ তিন হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত ফাঁদ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৩ মার্চ) বিকেলে বনের কটকা অভয়ারণ্য এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো বরগুনার পাথরঘাটার জামাল হোসেন (২৫), তাফালবাড়ীর আ. মান্নান (৪০) ও নাছির মুন্সী (৪৫)।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় রোববার বিকেলে বনপ্রহরীদের নিয়মিত টহল দলের কাছে একটি ডিঙ্গি নৌকার গতিবিধি সন্দেহ হওয়ায় তারা সেটিকে সংকেত দেয়। বনপ্রহরীরা ওই নৌকাটিকে হাতের ইশারায় কাছে ডাকতেই তারা দ্রুত নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বনবিভাগের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে।

তিনি আরও জানান, আটক ওই নৌকায় তল্লাশি চালিয়ে দুটি ধারালো অস্ত্র (ছুরি ও চাপাতি), দেড় হাজার ফুট লাইনের সুতার ফাঁদ ও কয়েকটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে বনরক্ষীরা। এ সময় ওই নৌকায় থাকা তিন দুর্বৃত্তকে হরিণ শিকারের প্রস্তুতি নেওয়ার অভিযোগে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর