তালুকদার রায়হানের কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-07 17:28:13

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কবি তালুকদার রায়হানের ‘ভালো মন্দে ভালো থেকো’ কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। ভালো মন্দে ভালো থেকো পাঠ উন্মোচন পরিষদ এর আয়োজনে সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার শ্রীমঙ্গলস্থ পৌর অডিটোরিমে পাঠ উন্মোচন করেন অনুষ্ঠানের উদ্ভোধক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা।

মোড়ক উন্মোচনের পূর্বে 'আলোর ফেরিওয়ালা' পলান সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ভালো মন্দে ভালো থেকো পাঠ উন্মোচন পরিষদের আহ্বায়ক মামুন আহমেদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, কথা সাহিত্যিক ও সম্পাদক নাহিদা আশরাফী। সম্মানিত অতিথি ছিলেন লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ।

বিশেষ আলোচকবৃন্দ ছিলেন কবি ও সাহিত্য সংগঠক সোহাগ সিদ্দিকী, লেখক ও অধ্যাপক কমলকলি, লেখক ও অধ্যাপক অবিনাশ আচার্য, প্রকাশক সোহানুর রহিম শাওন।

বিশেষ আবৃত্তি পরিবেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী, প্রতিষ্ঠাতা সভাপতি - ত্রিলোক বাচিক পাঠশালা মাসুম আজিজুল বাসার।
উল্লেখ এ নিয়ে কবি তালুকদার রায়হানের ৩টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর