পুকুর খনন করতে গিয়ে মর্টারশেল!

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 00:52:27

 
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে পুরাতন একটি মর্টারশেল পেয়েছেন শ্রমিকরা।
 
পরে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেওয়া হলে সোমবার (৪মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওই মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে তারা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলাম মুক্তার বাড়ির পাশে বাঁশঝাড়ে পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পায়।
 
পরে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিমাপ করে দেখা যায় মর্টার শেল ৯ ইঞ্চি লম্বা। শেলটি থানার তত্বাবধানে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করে রাখা হয়েছে। 
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'উদ্ধারকৃত মর্টারশেলটি বেশ পুরাতন। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে মাটির নিচে চাপা পড়েছিল'।

এ সম্পর্কিত আরও খবর