পাটগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-08-28 12:09:49

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার দিকে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ সংঘর্ষ বাধে। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম শহরের প্রবেশ দ্বার কলেজ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন ওই উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. ওয়াজেদুল ইসলাম শাহীনের সমর্থকরা। টায়ারে আগুন জ্বালিয়ে হামলার প্রতিবাদ জানায় তারা। ঘণ্টাখানেক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে রাত ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন।

স্বতন্ত্র প্রার্থী শাহীন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ওই উপজেলা দলের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই রাশেদুল ইসলাম সুইট পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি। তার সমর্থন ও সহযোগিতায় শাহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন। রাতে উপজেলা আওয়ামী লীগের অফিসে সভা শেষে চলে যাওয়ার কিছুক্ষণ পর নৌকা প্রার্থীর কিছু কর্মী-সমর্থক লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ বাধে। পরে আবারও সংঘর্ষের বাধলে দুই পক্ষের অন্তত ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালা মেনে কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণা করা হচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমীন বাবুল হুমকি-ধামকি ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘ইতোমধ্যে পাটগ্রামের রিটার্নিং কর্মকর্তাকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সেখানে শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির কাজ চলছে।’

এ সম্পর্কিত আরও খবর