সাতক্ষীরায় দুয়ার খুলেছে প্রাণের বইমেলা

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 18:08:24

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দুয়ার খুলেছে প্রাণের বইমেলা। বৃহস্পতিবার (৭মার্চ) জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ১১দিনব্যাপী এ বইমেলার দ্বার উন্মোচন করেন সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি।

জাতীয় পর্যায়ের ৫৩টি এবং স্থানীয় ১৫টি প্রকাশনী সংস্থার অংশগ্রহণে এ বইমেলা প্রাঙ্গণ জুড়ে দেখা যায় আগ্রহী শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়।

বইমেলা ঘুরে দেখা যায় প্রতিটি স্টলেই নতুন বইয়ের আমেজে ও গন্ধে মেতেছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এই জেলায় বইমেলার বর্ণিল আয়োজন দর্শণার্থীদের মাঝে আনন্দের সঞ্চার করেছে।

মেলায় প্রতিদিন সন্ধ্যায় কবিকন্ঠে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও গল্প বলার পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এ বইমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সৃজনশীল জ্ঞান প্রকাশনী সংস্থার সহ-সভাপতি খান মাহাবুব। এতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদসহ অন্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি নেজারত কালেক্টর দেওয়ান আকরামুল হক।

এ সম্পর্কিত আরও খবর