নেত্রকোনায় এক বছরে নারী নির্যাতনের ১৯০ অভিযোগ

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-19 11:32:02

প্রতি বছর ঘটা করে পালিত হচ্ছে নারী দিবস। সেই ধারবাহিকতায় নেত্রকোনায়ও দিবসটি উপলক্ষে দিনব্যাপী গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কিন্তু এত কিছুর পরও প্রতিনিয়ত একইভাবে বেড়ে চলছে নারী নির্যাতন, ধর্ষণসহ নানা ঘটনা।

গত এক বছরে জেলায় দুই শতাধিত ঘটনা ঘটে গেছে। এর বেশিরভাগই ঘটছে পারিবারিকভাবে। বিভিন্ন নারী সংগঠনের জরিপে এসকল তথ্য উঠে এসেছে। অসচেতনতা, শিক্ষার অভাব, যৌতুক, পরকীয়া, বাল্যবিয়ে এবং নারী দ্বারা সৃষ্ট পারিবারিক কলহই এ সকল ঘটনার প্রধান কারণ বলে চিহ্নত করা হয়েছে।

জেলা মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি পর্যন্ত ১৯০টি অভিযোগ এসেছে সংগঠনটিতে। এর মধ্যে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৮৫টির। অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে ৪৬টির। সুষ্ঠুভাবে সালিশ-সভার মাধ্যমে দাম্পত্য কলহ নিস্পত্তি হয়েছে ৪০টির।

জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির তথ্যমতে, ২০১৮ সালেল জানুয়ারি থেকে ২০১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭২টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে ৪০টির। লিগ্যাল এইডে মামলা পাঠানো হয়েছে ৪৪টির। পারিবারিকভাবে মিমাংসা হয়েছে ২৫টির। বাদী যোগাযোগ করেনি সাতটির। থানায় মামলা ফাইল হয় ২৫টির। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা মহিলা বিষয়ক অধিদফতর এক বছরে দেখিয়েছে মাত্র সাতটি ঘটনা। এর মধ্যে ছয়টিই মীমাংসা করা হয়েছে।

মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম জানান, একমাত্র পুঁজিবাদী সমাজে অবমূল্যায়ন করার ফলেই নারীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে নাানাভাবে। এর সাথে রয়েছে ধর্মীয় গোড়ামি ও পুরুষতান্ত্রিক মানসিকতা।

জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এসব ঘটনা ঘটেই চলছে। তার মধ্যে বেকার সমস্যাও একটি কারণ। পারিবারিক সুশিক্ষার অভাব রয়েছে যেমন, তেমনি রয়েছে প্রযুক্তির অপব্যবহার। তার ওপর নারীদের শিক্ষার অভাব। বিচারহীনতাও এর একটি কারণ। স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক বোঝাপড়া কম। পড়েছে আকাশ সংস্কৃতির প্রভাব।’

তিনি আরও বলেন, ‘সুস্থ বিনোদন না থাকাও আরেকটি কারণ। এসব কিছু থেকে নারীকে রক্ষা পেতে হলে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে শিষ্টাচার চর্চা বাড়াতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর