বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে নড়াইলে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ লড়াই প্রতিযোগিতায় অংশ নেয়। সামনাসামনি শুরু হয় দফায় দফায় লড়াই। এ সময় মাঠের চারপাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস।
এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিল নড়াইলসহ পার্শ্ববর্তী গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, যশোরসহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শক।
সাবিনা সুলতানা নামে এক দর্শনার্থী জানান, ষাঁড়ের লড়াই দেখে অনেক ভালো লেগেছে।
আকাশ রহমান বলেন, ‘আমরা প্রতি বছর এ প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষায় থাকি। ষাঁড়ের লড়াই দেখতে খুব ভালো লাগে।
ষাঁড়ের লড়াই দেখতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এনডিসি আল আমিন, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস, নারীনেত্রী রাবেয়া ইউসুফ, আঞ্জুমান আরা প্রমুখ।
প্রসঙ্গত, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শহরের সুলতান মঞ্চে ১০ দিনব্যাপী মেলা চলছে।