বগুড়ায় প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-31 05:38:12

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুপঁচাচিয়া উপজেলার শেরপুর গ্রামের মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৪৮), একই উপজেলার নুরপুর গ্রামের জসীম উদ্দিন সোনারের ছেলে আফজাল হোসেন (৩৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে একটি কালভার্টের কাছে পৌঁছালে বিপরীতমুখী সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

নিহতদের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্বজনেরা বাড়িতে নিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাত অপর একজনের বাড়ি সান্তাহারে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর