সুলতান মেলায় ঐতিহ্যবাহী লাঠি খেলায় মুগ্ধ দর্শক

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-23 15:23:33

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সুলতান মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা দলের ছোট ছেলে-মেয়েদের এই লাঠিখেলা দেখে মুগ্ধ দর্শক আর আয়োজকরা। পরিবার-পরিজন নিয়ে নিজেদের মাঠে ঐতিহ্যবাহী খেলা দেখতে এসছেন শিশু-ছেলে বুড়ো সবাই।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশলা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, শিক্ষাবিদ ইউসুফ আলী, হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

লাঠিখেলা দেখতে আসা সাবিনা সুলতানা বলেন, লাঠি খেলা এর আগে কখনও আমি দেখিনি এবাই প্রথম দেখলাম অনেক ভাল লাগল।

আতাউর রহমান বলেন, আমার সন্তানকে নিয়ে আসছি সুলতান মেলায় সুলতান ও তার কর্মময় জীবন সম্পর্কে জানতে পারলাম, ভাল লাগছে।

এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু বলেন, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা-ধুলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এসব খেলা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাদেরকে সাংস্কৃতিক সম্পর্কে পরিচিত করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চলছে মেলা। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ৩ মার্চ থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী ‘সুলতান মেলা’ চলবে ১২ মার্চ পর্যন্তু।

এ সম্পর্কিত আরও খবর