স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ৭

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-27 09:34:38

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের মিছিলে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

রোববার (১০ মার্চ) বিকেলে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের সমর্থকরা মোটরসাইকেল নিয়ে মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে ৭ জন কর্মী আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। পরে খবর পেয়ে শৈলকুপা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেন বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীর কোনো লোক নেই। উপজেলার সকল চেয়ারম্যান আমার পক্ষে। আমার গণজোয়ার দেখে ভোটারদের মাঝে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য নায়েব আলী জোয়ার্দ্দার এ ধরনের কর্মকাণ্ড করছেন।’

এদিকে এ ঘটনার পর থেকে শৈলকুপা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর