সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই আনোয়ারুল সরদার (৩৬)। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন পরিবারের দুই সদস্য।
সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ জানান, দুপুরে পারিবারিক জমি ভাগ বাটোয়ারা করতে বাড়ির গৃহকর্তা আহম্মদ আলি সরদার তার দুই ছেলে আমিনুর ও আনোয়ারুলসহ পরিবারের সবাইকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি কম বেশি নিয়ে বিরোধ বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই আনোয়ারুল তার বড় ভাই আমিনুর রহমানকে ছুরিকাঘাত করতে উদ্যত হয়। এ সময় বড় ভাই ওই ছুরি কেড়ে নিয়ে নিজেই ছোট ভাইয়ের বুকে সেই ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আনোয়ারুল ইসলাম।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।