জাটকা নিধন রোধে চাঁদপুরে নিয়মিত অভিযান

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-18 08:06:28

জাটকা নিধন বন্ধে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জব্দ করা হচ্ছে জাল, মাছ ও নৌকা। জেলেদের আটক করে কারাদণ্ডও দেওয়া হচ্ছে।

এসব অভিযানে গত ১১ দিনে অন্তত ২৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নদীর বিভিন্ন বাঁকে বাঁকে থেমে জেলেদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, এত অভিযানের পরও জেলেদের কোনোভাবেই পুরোপুরি নদীতে নামা থেকে বিরত রাখা যাচ্ছে না। জেলেরা বোকামি করছেন। তারা দেশের ক্ষতি করছেন।

সর্বশেষ গত সোমবার (১১ মার্চ) গভীর রাত পর্যন্ত চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান চালানো হয়। এতে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই মণ জাটকা উদ্ধার করা হয়। মাছ ধরার ইঞ্জিন চালিত একটি নৌকা আটক করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/12/1552410723890.jpg

ওই অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশের ইনচার্জ মো. তাহের, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর