খালেদার মুক্তি সম্পূর্ণ আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-09-01 02:25:12

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নেতারা ভ্রান্ত ধারণার উপরে কাজ করে। তাদের নেত্রী এতিমের টাকা চুরি করে জেলে গেছে এবং তাকে আদালত সাজা দিয়েছে। তাকে ছাড়া হবে কি-না, এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, সরকারের কিছুই করার নেই।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের ফলাফল ভোটাররা মেনে নিয়েছে। ক্ষুদ্রাংশ যারা পরাজিত হয়েছে তারা আবেগ তাড়িত হয়ে অনেক কিছুই করেন। আর বিএনপি তাদের নিজেদের ঘরই সামলাতে পারে না।

এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর