জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা সরকারি বিভিন্ন শূন্যপদে পদে নিয়োগ দিচ্ছি। এছাড়া সরকারের উন্নয়নমূলক সেবা যেন সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তার জন্যও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে ৩৪ হাজার শূন্যপদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, প্রফেসর মাহবুব হোসেন মেহেদী, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন করেন ফরহাদ হোসেন।