মাষকলাই গাছে ঘষা লেগে মাইক্রোবাস পুড়ে ছাই

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদপুর, বার্তা২৪.কম | 2023-08-24 14:06:43

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাস্তার উপর রোদে শুকাতে দেওয়া মাষকলাই (রবিশস্য) গাছের সঙ্গে একটি মাইক্রোবাসের ঘষা লেগে আগুন ধরে যায়। এ ঘটনায় ওই মাইক্রোবাসটি সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মাইক্রোবাসে থাকা আরোহীরা।

শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বুরাইচ ইউনিয়নের সরারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে চলমান উপজেলা নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলার দোয়াত-কলম প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী হারুন-অর-রশিদ ওই মাইক্রোবাসটি ভাড়া নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এক পর্যায়ে ওই এলাকায় রাস্তার উপর রোদে শুকাতে দেওয়া মাষকলাই (রবিশস্য) গাছের সঙ্গে মাইক্রোবাসের ঘষা লেগে আগুন ধরে যায়। পরে দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পায় মাইক্রোবাসের চালকসহ এর আরোহীরা। এ ঘটনায় বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ মাইক্রোবাসটি পুড়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মাসুদ রানা ও আলফাডাঙ্গা থানার এসআই সেলিম হোসেন জানান, নতুন এই মাইক্রোবাসটি পুড়ে যাওয়াতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তারা আরও জানান, ফরিদপুরের বিভিন্ন আঞ্চলিক সড়কে রবিশস্য ছড়িয়ে রাখার কারণে প্রায়ই ছোট-খাট মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে।

এ সম্পর্কিত আরও খবর