বেনাপোলে হুন্ডির সাড়ে ৭ লাখ টাকাসহ আটক ২

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল, বার্তা২৪.কম | 2023-08-23 06:53:07

বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় হুন্ডির সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের আশরাফ আলীর ছেলে জাকির হোসেন ও একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে হুন্ডির বিপুল পরিমাণে টাকা ভারতে পাচার হবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দুই নারী, পুরুষকে আটক করে।

পরবর্তীতে তাদের শরীর তল্লাশি চালিয়ে সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। টাকার মালিক-পুটখালী গ্রামের রায়হান সেলিম ও রেজা বলে জানায় হুন্ডি ব্যবসায়ীরা।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে বেনাপোল বন্দর থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর