কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, সকালে ভোট

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪ | 2023-08-25 21:51:00

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি উপজেলার ৩৫৬টি ভোট কেন্দ্রে রোববার (১৭ মার্চ) পৌঁছে গেছে নির্বাচনী সব সরঞ্জামাদি। রাত পোহালে সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ।

গাইবান্ধা জেলার পাঁচ উপজেলায় তিনটি পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান ৬ জন, সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ জন, পলাশবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান ৬ জন, ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এবং সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এসব উপজেলায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের সমন্বয়ে নির্বাচনী এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নির্বাচনী এলাকায় ১৩ প্লাটুন বিজিবিসহ আড়াই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, গাইবান্ধার পাঁচটি উপজেলার ৩৫৬টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স, সিল, ফরম, প্যাকেটসহ সবধরনের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এসব উপজেলায় মোট ভোটার রয়েছে ১০ লাখ ৬০ হাজার ২৭৪ জন। এরমধ্যে মহিলা ভোটার ৫ লাখ ৪২ হাজার ৫১৮ জন এবং পুরুষ ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়াও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’

এ সম্পর্কিত আরও খবর