ক্রাইস্টচার্চে হামলা কক্সবাজারজুড়ে নিরাপত্তা জোরদার

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-10 11:05:42

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

তারই অংশ হিসেবে রোববার (১৭ মার্চ) রাত আটটার দিকে পর্যটন নগরী কক্সবাজার জুড়ে টহল জোরদার করেছে র‌্যাব।

এছাড়াও শহরের গির্জা ও বিভিন্ন এলাকায় টহল দেয় কক্সবাজার র‌্যাব-১৫ এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) শেখ সাদীর নেতৃত্বে একটি টিম। এ সময় তারা সৈকতের ১১ টি পয়েন্ট, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নেয়।

স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) শেখ সাদী বার্তা২৪.কম-কে বলেন, 'নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার কারণে পর্যটন নগরী হিসেবে এই এলাকায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্য র‌্যাব নিরাপত্তা বাড়িয়েছে।'

কক্সবাজার র‌্যাব-১৫ এর ইনচার্জ মেজর মেহেদী হাসান বার্তা২৪.কম-কে বলেন, 'অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তার জন্য র‌্যাব এ টহল অব্যাহত রাখবে।'

উল্লেখ্য যে, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসীর গুলিতে ৪৯ জন নিহত হয়। এছাড়াও অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। যদিও তারা নিরাপদে দেশে ফিরে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর