জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্র আব্দুর রহমান হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ধুরইল বাজারে স্থানীয় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্থানীয় কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তার হোসেন, ইউপি সদস্য অহীদ চৌধুরী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও নিহত আব্দুর রহমানের সহপাঠীরা।
বক্তারা বলেন, দুর্বৃত্তরা নৃশংসভাবে আব্দুর রহমানকে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিখোঁজের সাত ঘণ্টা পর পাঁচবিবির ধুরইল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে শিশুটিকে স্থানীয় পরিত্যক্ত একটি ভবনের পাশে রেখে গিয়েছিল।