বঙ্গোপসাগরে ২৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, কক্সবাজার (টেকনাফ), বার্তা২৪.কম | 2023-08-27 13:02:33

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ২৫টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করেছে জলদস্যুরা।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শাহপরীর দ্বীপ মৎস্যজীবী অগ্রণী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এ বিষয়টি নিশ্চত করেছেন। এর আগে সোমবার (১৮ মার্চ) সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ট্রলারের মালিকরা হলেন- মো. কাশেম, এমদাদ উল্লাহ মাঝি, জাহেদ উল্লাহ, নুরুল ইসলাম, বাদশা মিয়া, মো. বাবুল, মো. হাসান, মো. জাফর, মো. সিরাজ, মো. মিজান। তারা টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ ও সদরের বাসিন্দা।

শাহপরীর দ্বীপ মৎস্যজীবী অগ্রণী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান জানান, সেন্টমার্টিনের উপকূলে সাগরে মাছ ধরতে যাওয়া ২৫টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরের জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিল। সকাল ১০টার দিকে হঠাৎ দুইটি ট্রলারে ২০-২৫ জনের একটি বাহিনী অস্ত্র নিয়ে জেলেদের ট্রলারে হামলা করে। এ সময় জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়টি স্থানীয় কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, 'সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর